ইরাকে সমকামিতার সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাদণ্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ এপ্রিল ২০২৪, ১৬:৪১, আপডেট: ২৮ এপ্রিল ২০২৪, ১৮:৩২
ইরাকে সমকামিতা সম্পর্কে একটি আইন পাশ হয়েছে। সেখানে সমকামিতাকে অপরাধ হিসেবে আইন করা হয়েছে। এর সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখার লক্ষ্যে এমন আইন করেছে দেশটি। একইসাথে নৈতিক অবক্ষয় এবং সমকামিতার আহ্বান থেকে ইরাকি সমাজকে রক্ষা করাও এর অন্যতম লক্ষ্য।
পতিতাবৃত্তি ও সমকামিতার বিরুদ্ধে লড়াইয়ের আইন কমপক্ষে ১০ বছর এবং সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে। একইসাথে সমকামিতা বা পতিতাবৃত্তিকে প্রচার করে এমন কারো জন্য কমপক্ষে সাত বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
সংশোধিত আইনটি ‘ব্যক্তিগত আকাঙ্ক্ষা এবং প্রবণতার উপর ভিত্তি করে জৈবিক লিঙ্গ পরিবর্তন’কে একটি অপরাধ গণ্য করে। বিলটিতে প্রাথমিকভাবে সমকামী কাজের জন্য মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত ছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর তীব্র বিরোধিতার পরে পাস হওয়ার আগে এটি সংশোধন করা হয়েছিল।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা