১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আটক জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান

- ছবি : জেরুসালেম পোস্ট

ইসরাইলের সাথে সংশ্লিষ্টতার সন্দেহে পর্তুগিজ পতাকাবাহী আটক জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমিরাব্দুল্লাহিয়ান এমন মন্তব্য করেন।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী রেঞ্জেলকে জানিয়েছেন, ওই জাহাজের ক্রুদের ছেড়ে দেয়া হবে।

তিনি আরো জানান, তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতদের এরই মধ্যে বিষয়টি জানানো হয়েছে। ক্রুদের রাষ্ট্রদূতদের কাছে হস্তান্তর করা হবে। তবে কখন তাদের ছেড়ে দেয়া হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, তেহরান দামেস্কে তার কনস্যুলেটে সন্দেহভাজন ইসরাইলি হামলার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দেয়ার কয়েক দিন পর ইরানের বিপ্লবী গার্ডরা ১৩ এপ্রিল হরমুজ প্রণালীতে ২৫ জনের ক্রুসহ কনটেইনার জাহাজ এমএসসি এরাইজ নামের একটি জাহাজ আটক করে।

সূত্র : জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement