৯ বছর পর সৌদি আরবে আসছে ইরানি ওমরা কাফেলা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ এপ্রিল ২০২৪, ২২:৪৮
দীর্ঘ নয় বছর পর সৌদি আরবে আসছে ইরানের ওমরাযাত্রীরা। সম্পর্ক উন্নত হওয়ার পর এবারই প্রথম উমরা পালন করতে আসছে কাফেলাটি। ইরানের সরকারি বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে।
ইসলামিক ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ওমরা পালনে ইচ্ছুক ইরানিদের উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে। ফলে সোমবার ওমরা পালনে ইচ্ছুক প্রথম ইরানি কাফেলা সৌদি আরব পৌঁছার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে আজ পর্যন্ত তাদের ফ্লাইট বিলম্বিত করছে তেহরান।
২০২৩ সালের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার হয়। তাদের টানাপোড়েন শুরু হয়েছিল ২০১৬ সালে। তখন রিয়াদে এক শিয়া ধর্মগুরুর মৃত্যুর পরে তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।
সম্পর্ক পুনরুদ্ধার করার আগে ইরানীরা শুধুমাত্র হজ যাত্রা করতে পারতো। কারণ, হজব্রত আদায় করা ধর্মীয়ভাবে বাধ্যতামূলক। উপযুক্তদের জীবনে একবার হলেও তা আদায় করতে হয়।
উল্লেখ্য, ওমরা যেকোনো সময় পালন করা যায়। এছাড়া তা মুসলমানদের জন্য বাধ্যতামূলকও বিবেচিত হয় না।
সূত্র : ইসলামিক ইনফরমেশন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা