সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ এপ্রিল ২০২৪, ১১:৪১
ইরাকের দুই নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, উত্তরপূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত পাঁচটি রকেট ছোড়া হয়।
সোমবার ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম দ্যা জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরাকের নিরাপত্তা সূত্র আরো জানিয়েছে, রোববার গভীর রাতে সিরিয়া সীমান্তে ইরাকের শহর জুম্মার থেকে অন্ততপক্ষে পাঁচটি রকেট ছোড়া হয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সামরিক ঘাঁটি লক্ষ্য করে।
এরপরই ইরাকের নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে তল্লাশি শুরু করেছে। গত কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীকে লক্ষ্য করে এই প্রথম আক্রমণ চালানো হলো।
ইরাকের প্রধানমন্ত্রী আল-সুদানি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাথে দেখা করার পর এই আক্রমণ চালানো হয়।
সূত্র : দ্যা জেরুসালেম পোস্ট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা