নেতানিয়াহু সামরিক চাপ বাড়াতে চান, সাবধান করলেন শলৎস
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ এপ্রিল ২০২৪, ১০:১২
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসের উপর সামরিক চাপ আরো বাড়াতে চান, যাতে তারা পণবন্দীদের মুক্তি দেয়।
একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, 'আগামী দিনগুলোতে আমরা সামরিক ও কূটনৈতিক চাপ আরো বাড়াব। এভাবেই একমাত্র বন্দিদের মুক্ত করা সম্ভব।’
তিনি বলেছেন, ‘আরো কঠিন আঘাত হানা হবে।’ তবে তিনি এই বিষয়ে বিস্তারিতভাবে কিছু বলেননি।
আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও নেতানিয়াহু রাফাতে সামরিক অভিযান বহাল রেখেছেন। এখানে দেড় লাখেরও বেশি ইসরাইলি বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছেন।
এদিকে রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফোনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলেন জার্মানির চ্যান্সেলর শলৎস।
জার্মান সরকারের মুখপাত্র জানিয়েছেন, ‘চ্যান্সেলর বলেছেন, এখন প্রধান কাজ হলো- মধ্যপ্রাচ্যে উত্তেজনা যাতে আর না বাড়ে তা নিশ্চিত করা।’
শলৎস এটাও জানিয়েছেন, ইউরোপীয় কাউন্সিল ইরানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা জারি করেছে।
বুধবার ইসরাইলের উপর ইরানের আক্রমণের পর ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নির্মাতাদের উপর নিষেধাজ্ঞা জারি করতে রাজি হয়েছেন।
সূত্র : ডয়চে ভেলে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা