১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইরানের সামরিক শক্তির উত্থান হয়েছে : আয়াতুল্লাহ খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনি - ফাইল ছবি

ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাদের ‘সাফল্যের’ জন্য দেশের সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। গত সপ্তাহে ইসরাইলের ওপর ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর জনসমক্ষে রাখা প্রথম বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রোববার ইরানের সামরিক কমান্ডারদের সাথে এক বৈঠকে খামেনি 'সাম্প্রতিক ঘটনায় সাফল্যের' জন্য সামরিক বাহিনীর প্রশংসা করেন। তিনি ১৩ এপ্রিল ইসরাইলের ওপর আকাশ পথে ইরানের আক্রমণের কথা উল্লেখ করছিলেন।

খামেনি বলেন, 'সশস্ত্র বাহিনী তাদের শক্তি এবং সক্ষমতার ভাোল চিত্র এবং ইরানি জাতির একটি প্রশংসনীয় ভাবমূর্তি তুলে ধরেছে।' তিনি বলেন, 'তারা আন্তর্জাতিক পর্যায়ে ইরানি জাতীর শক্তির উত্থান প্রমাণ করেছে।'

ইসরাইল বলেছে, তারা তেহরানের নিক্ষেপ করা ৩০০-এর বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রর ৯৯ শতাংশ যুক্তরাষ্ট্র আর অন্যান্য মিত্রদের সহায়তায় ভূপাতিত করে। বাকিগুলো থেকে সামান্য ক্ষয়ক্ষতি হয়।

ইসরাইল এবং তার মিত্রদের হাতে ইরানের হামলা প্রতিহত হবার বিষয়টি হালকা করে দেখে খামেনি বলেন, 'কয়টা ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে আর কয়টা লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, সেটা মুখ্য বিষয় না।'

'মুখ্য বিষয় হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে ইরানি জাতী এবং সশস্ত্র বাহিনীর আত্মশক্তির উত্থান,' খামেনিকে উদ্ধৃত করে তার সরকারি ওয়েবসাইটে বলা হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবারের ইসরাইলি পাল্টা হামলাকে খাটো করে দেখেন। ইসরাইলি হামলায় ব্যবহার করা অস্ত্রকে তিনি বাচ্চাদের খেলনার সাথে তুলনা করেন।

'গত রাতে যে হয়েছে সেটা কোনোরকম আক্রমণ ছিল না,' পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরআব্দোল্লাহিয়ান জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে অংশ নেয়ার সময় টেলিভিশন চ্যানেল এনবিসিকে বলেন।

'সেগুলো ড্রোন ছিল না– সেগুলো মনে হয় খেলনা ছিল যা দিয়ে আমাদের বাচ্চারা খেলে,' তিনি বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল কোনো উল্লেখযোগ্য আক্রমণ না করলে ইরানের পাল্টা হামলা করার কোনো পরিকল্পনা নেই।

তার মন্তব্য দুই দেশের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার ফলে গোটা অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ বাঁধার ভয় কমাতে সাহায্য করেছে।

ইসরাইলের শুক্রবারের হামলা, যেটা খামেনিও খাটো করে দেখছেন, ছিল ইসরাইলের ওপর ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলার জবাব। ইরান তার হামলা চালায় সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কূটনৈতিক ভবনে ১ এপ্রিল বিমান হামলার জবাবে। এই হামলায়, যার জন্য ইসরাইলকে দায়ী করা হয়, ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর সাতজন সদস্য নিহত হয়।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement