১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খান ইউনিসে গণকবরে ৫০ লাশ

খান ইউনিসে গণকবরে ৫০ লাশ - ছবি : সংগৃহীত

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে একটি গণকবর সনাক্ত করেছে ফিলিস্তিনি জরুরি পরিষেবা। তারা খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ওই গণকবরটি সনাক্ত করে। এতে অন্তত ৫০টি লাশের সন্ধান পাওয়া গেছে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, সংস্থাটি জানিয়েছে, আমাদের টিম আগামী দিনেও অবশিষ্ট শহীদদের কবর অনুসন্ধান এবং পুনরুদ্ধার অভিযান অব্যাহত রাখবে। কারণ তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকের কবর এখনো সনাক্ত করা হয়নি।

সূত্রটি আরো জানায়, গত ৭ এপ্রিল দক্ষিণাঞ্চলীয় শহর থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় ইসরাইল। এরপর সংস্থাটির অনুসন্ধানে এই গণকবরটির সন্ধান পাওয়া যায়।

উল্লেখ্য, কয়েক মাস অবিরাম ইসরাইলি বোমাবর্ষণ এবং ভারী লড়াইয়ের পরে শহরের বেশিরভাগ অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement