ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তার নিন্দা করেছে ফিলিস্তিনের প্রেসিডেন্টের কার্যালয়
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ এপ্রিল ২০২৪, ১২:২৩
ফিলিস্তিনের প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, তারা মার্কিন প্রতিনিধি পরিষদে শনিবার ইসরাইলকে বিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তার অনুমোদনকে ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন’ হিসেবে চিহ্নিত করেছে।
সহায়তার এই অর্থ ‘গাজা উপত্যকায় এবং পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনির হতাহতের সংখ্যায় রূপান্তরিত হবে।’
এ কথা উল্লেখ করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেছেন, এটি আগ্রাসনের ‘বিপজ্জনক তীব্রতা বৃদ্ধির পদক্ষেপ’।
এদিকে মার্কিন কংগ্রেসওম্যান ইলহান ওমর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যাখ্যা করেছেন যে- কেন তিনি ইসরাইলের জন্য ২৬ বিলিয়ন ডলারের সরকারি তহবিল প্রদানের বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন।
ইলহান ওমর বলেছেন, ‘আমি শর্তহীন সামরিক সাহায্য সমর্থন করি না যা ইতোমধ্যেই ঘটে যাওয়া ভয়াবহ মানবিক পরিস্থিতিকে আরো বাড়িয়ে দিবে।’
তিনি আরো বলেন, ‘ফিলিস্তিনিদের গণহত্যা অব্যাহত থাকা অবস্থায় ইসরাইলি সেনাবাহিনীকে এমন একটি ফাঁকা চেক প্রদান করা অযৌক্তিক।’
৩৭ জন ডেমোক্র্যাট এবং ২১ জন রিপাবলিকানদের মধ্যে ইলহান ওমরই একমাত্র ব্যক্তি যিনি বিলটির বিপক্ষে ভোট দিয়েছিলেন। বিলটি ৩৬৬ ভোটের সমর্থনে হাউসে পাস হয়েছিল। এটি এখন সেনেটে যাবে, যেখানে দুই মাসেরও বেশি আগে একই ধরনের একটি বিল পাস হয়েছিল।
সূত্র : এএফপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা