১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার

ঘটনাস্থলে পুলিশ ও বিশেষ বাহিনীর সদস্যরা - ছবি : রয়টার্স

ফ্রান্সের প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকি দেয়া এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ।

শুক্রবার এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, ওই ব্যক্তির কাছে কোনো বিস্ফোরক ছিল না।

পুলিশের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, সকাল ১১টার দিকে গ্রেনেড ও বিস্ফোরকের মতো দেখতে কিছু বস্তু নিয়ে এক ব্যক্তি ইরানি কনস্যুলেটে ঢুকে পড়ে। পরে ওই ব্যক্তি বের হয়ে গেলে তাকে গ্রেফতার করা হয়।

তবে স্থানীয় টিভি চ্যানেল বিএফএম জানিয়েছে, ওই ব্যক্তির হাতে নকল গ্রেনেড ছিল।

পুলিশ সূত্র জানিয়েছে, এই ব্যক্তি এর আগে গত সেপ্টেম্বরেও ইরানি কনস্যুলেটের কাছে সহিংসতা চালানোর চেষ্টা করেছিলেন।

লা প্যারিসিয়ান পত্রিকা তাদের অনলাইনে জানিয়েছে, বেশ ক’জন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই ব্যক্তি কনস্যুলেটে পতাকা পদদলন করেন এবং বলেন, তিনি তার ভাইয়ের হত্যার বদলা নিতে চান।

তবে এটা পরিষ্কার নয় যে, ইরান-ইসরাইল সংঘাতের সাথে এর কোনো যোগসূত্র আছে কিনা।

প্যারিসে আমেরিকান দূতাবাস তাদের নাগরিকদের ইরানি কনস্যুলেট এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। একই পরামর্শ দিয়েছে ফরাসি পুলিশও।

শুক্রবার সকালে ইরানি শহর আস্ফাহানে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ইসরাইলি মিত্র আমেরিকা এটাকে ইসরাইলি হামলা হিসেবে দাবি করলেও তেহরান বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি।

তবে বিষয়টিকে আশ্চলিক যুদ্ধের অগ্রভাগ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা আ’লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ গুম কমিশনের প্রতিবেদনে ভয়াবহ নির্যাতনের চিত্র বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : সোনাগাজীতে আ’লীগ নেতা গ্রেফতার দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন

সকল