১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করল ইসরাইল

- ছবি : মিডল ইস্ট আই

গাজা যুদ্ধে ইসরাইল নতুন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে। সম্প্রতি তাদের একটি কৌশল হচ্ছে, কান্নারত নারী-শিশুর অডিও রেকর্ডিং চালু করে হত্যার জন্য সুবিধাজন স্থানে টেনে নেয়া।

অদ্ভুত এই কৌশলটি ব্যবহার করেছে গত রোববার ও সোমবার রাতে। গাজার নুসিরাত শরণার্থী শিবিরের উত্তরাঞ্চলের বাসিন্দারা শিশুদের কান্নার শব্দে এবং নারীদের সাহায্যের জন্য ডাকার শব্দে জেগে ওঠে। যখন তারা কান্নার উৎস খুঁজতে বের হয়, তখন ইসরাইলি কোয়াডকপ্টাররা তাদের উপর সরাসরি গুলি চালায়।

শরণার্থী শিবিরের বাসিন্দা সামিরা আবু আল-লেইল মিডল ইস্ট আইকে জানান, তিনি ইসরাইলি কোয়াডকপ্টারগুলোর রেকর্ড করা শব্দ বাজাতে এবং কিছুক্ষণ পরেই গুলি চালাতে শুনেছেন। এটি সোমবার রাতে একাধিকবার পুনরাবৃত্তি হয়েছিল।

অন্য একজন বলেন, ‘আমি এক নারীকে সাহায্যের জন্য চিৎকার করতে শুনেছি। তিনি ডেকে বলছিলেন, ‘আমাকে সাহায্য করুন। আমার ছেলে শহীদ হয়েছে।’ তার ওই আওয়াজ আমি রাস্তার দিক থেকে শুনেছিলাম। সেগুলো খুবই উদ্ভট ছিল।

সূত্র : মিডল ইস্ট আই


আরো সংবাদ



premium cement