হামাস প্রধান হানিয়ার বোন মুক্তি পাবে কবে
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ এপ্রিল ২০২৪, ১৬:৫৫
ইসরাইলের একটি আদালত হামাস প্রধান ইসমাইল হানিয়ার বোনের আটকের মেয়াদ বাড়িয়েছে। তার বিরুদ্ধে ইসরাইলি বাহিনী অভিযোগ করেছে, গত ৭ অক্টোবরের হামলার সময় হামাসের সাথে যোগ-সাজস ছিল।
বুধবার (১৭ এপ্রিল) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে আটক করা হয়েছে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাঈল হানিয়ার বোন সাবাহকে। তাকে দক্ষিণ ইসরাইলের তেল আল সাবা গ্রাম থেকে আটক করা হয়। ওই সময় তার দুই ছেলেকেও আটক করা হয়েছিল। তাদেরকে ছেড়ে দিলেও এখনো ছাড়া হয়নি সাবাহকে।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, সাবার আইনজীবী খালেদ জাবারকা জানিয়েছেন, হামাস নেতার বোনের তদন্ত শেষ করা জন্য ইসরাইলি পুলিশ আদালতের কাছে আরো দুদিনের সময় চেয়েছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসরাইলি কর্তৃপক্ষ তদন্তের জন্য আরো দুদিন সময় বাড়িয়েছে।
ইসরাইলি পুলিশের মুখপাত্র শিন বেট তখন অভিযোগ করেছিলেন, ইসরাইলে যখন হামাস হামলা করে, তখন হামাস নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করেছিলেন তিনি। সেজন্য তার বাড়িতে অভিযান চালানো হয়। ওই অভিযানে তার বাড়িতে নানা তথ্য-প্রমাণ পাওয়া গিয়েছিল, যাতে তার নিরাপত্তা অপরাধ প্রমাণিত হয়েছে। এ সময় তার বাড়িতে কয়েক হাজার শেকেল পাওয়া গেছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা