প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টকে বরখাস্ত করার আহ্বান ইসরাইলি জাতীয় নিরাপত্তা মন্ত্রীর
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ এপ্রিল ২০২৪, ২১:২৫
ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিমতীরে গাল ইয়োসেফ ফাঁড়ি ভেঙে ফেলা শুরু করায় উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভির প্রতিরক্ষা প্রধান ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানান।
তিনি বলেন, গাল ইয়োসেফ ফাঁড়ি ভাঙার সিদ্ধান্ত গ্রহণ ছিল প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের ভয়ঙ্কর মূর্খতা, নৈতিক বিভ্রান্তি এবং নিরাপত্তা লঙ্ঘন।
তিনি আরো বলেন, এখন সময় এসেছে আরো বেশি খামার প্রতিষ্ঠা ও অনুমোদন এবং ইহুদি বসতি সম্প্রসারণের। অথচ আমরা শত্রুর কাছে আত্মসমর্পণ করছি।
এ সময় তিনি প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টকে বরখাস্তের আহ্বান জানান।
মালাচি শালোমের অবৈধ ফাঁড়ির কাছে একটি খামার থেকে শুক্রবার নিখোঁজ হন আচিমির। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা