ইরান-ইসরাইল উত্তেজনা : যা বলেছে রাশিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ এপ্রিল ২০২৪, ২০:৫২
ইরান ও ইসরাইলের উত্তেজনার মধ্যে সব পক্ষকে সংযত হতে আহ্বান জানিয়েছে রাশিয়া। উত্তেজনা বাড়তে থাকায় দেশটি উদ্বেগ প্রকাশ করেছে।
রাশিয়া বলেছে, ‘বর্তমান সমস্যার রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে আঞ্চলিক সব দেশকে এগিয়ে আসতে হবে।’
মস্কো বলেছে, তারা এর আগে অনেকবার সর্তক করে দিয়েছে যে সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার পর যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ।
ওই হামলার নিন্দা জানিয়ে রাশিয়ার আনা একটি প্রস্তাবের বিরোধিতা করেছিল যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স।
হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছিল ইরান। ইসরাইল যদিও হামলার দায় স্বীকার করেনি, আবার নাকচও করে দেয়নি।
১৭০ ড্রোন, ৩০ ক্রুজ, ১১০ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
ইসরাইলে শনিবার (১৩ এপ্রিল) রাতে ইরান তিন শতাধিক ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরাইলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি।
হ্যাগারি ইতোপূর্বে বলেছিলেন যে ইরান দুই শতাধিক বস্তু নিক্ষেপ করেছে।
রোববার হ্যাগারি বলেন, ইরান ১৭০টি ড্রোন এবং ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এগুলোর একটিও ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করেনি। তিনি আরো বলেন, ১১০টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে। এগুলোর কয়েকটি ইসরাইলে প্রবেশ করেছে।
পৃথক এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী জানায়, কয়েক ডজন আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এগুলোর বেশির ভাগই ইসরাইলি ভূখণ্ডে প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছে।
রোববার সকালে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল, ইরান থেকে নিক্ষেপিত ৯৯ ভাগ বস্তুই ভূপাতিত করা হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র হ্যাগারি বলেন, ‘ইরানি হামলা ভণ্ডুল করে দেয়া হয়েছে।’
ইসরাইলি সেনাবাহিনী জানায়, আকাশপথে আসা সকল হুমকি দমনের জন্য তারা কয়েক ডজন যুদ্ধবিমান পাঠিয়েছিল। তারা হামলা প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রের সাথে কাজ করেছে।
কোন দেশ কিভাবে ইসরাইলকে সহায়তা করেছে
ইসরাইলের হামলার সময় ভূপাতিত একটি ড্রোনের ছবি পেয়েছে বিবিসি, যে ড্রোনটি জর্ডান নামিয়েছে। এর বাইরে বেশ কয়েকটি দেশ ইসরাইলকে ইরানের হামলা ঠেকাতে সহায়তা করেছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকিয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
যুক্তরাজ্যের যুদ্ধবিমানও অংশ নিয়েছে। ইসরাইলি একজন সামরিক মুখপাত্র জানিয়েছেন, আকাশে পাহারা দিতে সহায়তা করেছে ফ্রান্স।
অন্যদিকে এক বিবৃতিতে জর্ডান জানিয়েছে, তাদের আকাশসীমার ভেতরে আসা কিছু বস্তুকে তারা বাধা দিয়েছে।
ইরানকে কিভাবে কূটনৈতিকভাবে জবাব দেয়া যায়, এ নিয়ে আজ রোববার জি সেভেন নেতাদের সাথে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সূত্র : বিবিসি ও অন্যান্য
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা