০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ইরানের ছোড়া ১৭০ ড্রোনের ৭০টিই ভূপাতিত করল মার্কিন নৌ-বাহিনী

- ছবি : রয়টার্স

মার্কিন সম্প্রচারকারী এবিসি নিউজের খবরে বলা হয়েছে, ইরানের ছোড়া ১৭০ ড্রোনের ৭০টিই ভূপাতিত করেছে মার্কিন নৌ-বাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, পূর্ব ভূমধ্যসাগরে নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার ইরানের ছোঁড়া একটি অনির্ধারিত সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

ইসরাইল জানিয়েছে, ইরানের হামলা প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া ফ্রান্স ও জর্ডানও সহায়তা করেছিল।

এদিকে, রোববার ইসরাইলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেন, ইরান ১৭০টি ড্রোন এবং ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এগুলোর একটিও ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করেনি। তিনি আরো বলেন, ১১০টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে। এগুলোর কয়েকটি ইসরাইলে প্রবেশ করেছে।

পৃথক এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী জানায়, কয়েক ডজন আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এগুলোর বেশিভাগই ইসরাইলি ভূখণ্ডে প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছে।

রোববার সকালে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল, ইরান থেকে নিক্ষেপিত ৯৯ ভাগ বস্তুই ভূপাতিত করা হয়েছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement