১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসরাইলের নেভাতিম বিমানঘাঁটিতে ১৫ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

ইসরাইলের নেভাতিম বিমানঘাঁটিতে ১৫ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত - ছবি : সংগৃহীত

ইসরাইলের নেভাতিম বিমানঘাঁটিতে ১৫টি ইরানি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

এদিকে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন, ইসরাইলের তাদের হামলার খবর এখনো আসছে। তবে প্রাথমিক ইরানি মূল্যায়ন হলো এই যে অভিযানটি 'যে পর্যায়ের সাফল্য এসেছে, তা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।'

রাষ্ট্রীয় মিডিয়াকে আজ রোববার তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'স্বাভাবিকভাবেই অধিকৃত ভূখণ্ডের লোকজন, জায়নবাদী কর্মকর্তা এবং সন্ত্রাসী এবং জায়নবাদী সরকারের দখলদার সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্র এই মুহূর্তে এসব হামলার বাস্তব প্রভাব অনেক ভালোভাবে জানে।'

সালামি বলেন যে ইরাক, জর্ডান এবং এমনকি সিরিয়ার কিছু অংশেও যুক্তরাষ্ট্র ও ফ্রান্স আকাশপথে সুরক্ষা দিয়েছে। কিন্তু তবুও শত শত ড্রোন, ক্রুজ ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা ভেদ করে আঘাত হানতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, 'আমরা আরো বড় আক্রমণ করতে পারতাম। কিন্তু আমরা আমাদের সক্ষমতা সীমিত রেখেছি যা জায়নবাদী কর্তৃপক্ষ পর্যন্ত সীমিত রেখেছে, যা ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে আমাদের প্রিয় কমান্ডারদের শহিদ করেছে।'

তিনি বলেন, অভিযানটি ছিল খুবই সফল এবং আমাদের প্রত্যাশার চেয়ে বেশি। জায়নবাদীরা অবশ্যই যা ঘটেছে, তা থেকে শিক্ষা গ্রহণ করবে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন, যেসব বিষয়ে আলোচনা হবে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি কংগ্রেসে সমালোচকদের সম্মুখীন ব্লিংকেন সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া, সামরিক ঘাঁটির নিরাপত্তার ওপর জোর গাজীপুর ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত আরেক মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন রাশিয়া আবারো ইউক্রেনের বিরুদ্ধে 'ওরেশনিক ক্ষেপনাস্ত্র ব্যবহার করতে পারে : যুক্তরাষ্ট্র অভয়নগরে ট্রাকচাপায় নিহত ২, ট্রাকে আগুন একুশে পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন ট্রাম্পের প্রত্যাবর্তনের আগেই নিরাপত্তা স্মারক বাইডেনের

সকল