১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইরানি হামলা 'সমাপ্ত', কী করবে ইসরাইল

ইরানি হামলা 'সমাপ্ত', কী করবে ইসরাইল - ছবি : সংগৃহীত

ইসরাইলে ইরানি হামলা 'সমাপ্ত' হয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। এখন ইসরাইল এবং তার মিত্ররা কিভাবে এর প্রতিক্রিয়া দেখায়, তার ওপর নির্ভর করবে পরবর্তী পরিস্থিতি।

জাতিসঙ্ঘে ইরানি মিশন তাদের এক্স পোস্টে জানায়, ইসরাইলে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে 'আত্মরক্ষার বৈধ অধিকার বিষয়ক জাতিসঙ্ঘ সনদের ধারা ৫১-এর বলে' এবং সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ইসরাইলের ১ এপ্রিল হামলার জবাবে।

এতে বলা হয়, 'বিষয়টি দৃশ্যত সমাপ্তি ঘটেছে।'

এতে আরো বলা হয়, 'তবে ইসরাইলি কর্তৃপক্ষ যদি আরেকটি ভুল করে, তবে ইরানের জবাব হবে আরো মারাত্মক। এটা ইরান এবং ইসরাইলি দুর্বৃত্ত শাসকদের মধ্যেকার সঙ্ঘাত। আর এ থেকে যুক্তরাষ্ট্রকে অবশ্যই দূরে থাকতে হবে।'

এদিকে কাতার বিশ্ববিদ্যালয়ের হাসান বারারি আল জাজিরাকে বলেন, ইসরাইলের ওপর ইরানের হামলা 'একটি তীব্রতাবৃদ্ধি'। তবে একইসাথে তা 'হিসাবি' এবং 'সুবিবেচিত'।

বারারি বলেন, ইরানের দামেস্ক দূতাবাসে ইসরাইলি হামলার বিষয়টির 'সমাপ্তি' ঘটেছে বলার অর্থ হলো ইরান 'আর প্রতিশোধ চায় না।'

তিনি বলেন, 'ইরানিরা যা করার চেষ্টা করছে, তা পরিমিত, হিসাবি আক্রমণ। আর তা করা হয়েছে প্রতিরোধ ক্ষমতা লাভের জন্য এবং আপনি নিজের প্রক্সিদের সামনে নিজেকে দুর্বল হিসেবে উপস্থাপন করতে পারেন না।'

ইরানের হামলা গাজায় ইসরাইলের যুদ্ধের ওপর কেমন প্রভাব ফেলতে পারে, এমন প্রশ্নের জবাবে বারারি বলেন, 'এর পুরোটাই নির্ভর করবে ইসরাইলিরা পরিস্থিতি কেমনভাবে বিবেচনা করে, তার ওপর।'

তিনি বলেন, 'আমি জানি যে সরকারে থাকা ডানপন্থী অনেক রাজনীতিবিদ একে সুযোগ হিসেবে দেখছে। কারণ বিশ্বের মনোযোগ ইরান-ইসরাইলের দিকে সরে যাবে এবং তারা গাজায় তখন আরো জঘন্য কিছু কাজ করতে পারবে।'

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement