মসজিদুল আকসায় ৬০ হাজার ফিলিস্তিনির উদযাপনহীন ঈদের নামাজ
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ এপ্রিল ২০২৪, ১৬:২৩
৬ মাস ইসরাইলের অব্যাহত আগ্রাসনের মধ্যেই বুধবার মসজিদুল আকসায় ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, বছরের সবচেয়ে খুশির এ দিনটাতেও মসজিদুল আকসায় সমাগত মুসল্লিদের মধ্যে কোনো উৎসাহ-উদ্দীপনা ছিল না। তাদের নামাজ ছিল উদযাপনহীন।
এদিন ভোর থেকেই তারা তাকবির ধ্বনি দিতে দিতে মসজিদে প্রবেশ করেন এবং বেরও হন ঠিক একইভাবে তাকবির ধ্বনিতে আকাশ প্রকম্পিত করে।
জেরুসালেম ইসলামী আওকাফ বিভাগ জানিয়েছে, এদিন ভোর থেকেই অসংখ্য মুসল্লি দলে দলে আল আকসায় সমবেত হন। তাদের অনেকে এসে ফজর পড়েন, এরপর ঈদের নামাজ আদায় করে ফিরে যান।
বৃষ্টি সত্ত্বেও ফজরের নামাজের সাথে সাথে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন বলেও জেরুসালেম ইসলামী আওকাফ জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন শহরের বাব আল-আসবাত ও বাব আল-সিলসিলা এলাকা দিয়ে মসজিদে প্রবেশের এবং বের হওয়ার সময় ইসরাইলি পুলিশ মুসল্লিদের ওপর লাটিচার্জ করে। পাশাপাশি দূর থেকে আগত অনেক মুসল্লিকে মসজিদের বহিরাংশে নামাজ পড়তে বাধ্য করে ইসরাইলি পুলিশ।
ঈদের নামাজ শেষ করে মুসল্লিরা নিকটবর্তী কবরস্থানে যান এবং মৃতদের রূহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা