০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

১২ দেশের ত্রাণ বহর নিয়ে গাজায় যাবে তুরস্ক

- ছবি : ডেইলি সাবাহ

তুরস্ক ১২টি দেশের ত্রাণ নিয়ে সমুদ্রপথে গাজায় যাওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে ইংল্যান্ড, সুইডেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ রয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) স্বাধীন তুর্কি সহায়তা সংস্থা হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশনের (আইএইচএইচ) প্রধান বুলেন্ত ইলদিরিম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

তুর্কি সংবাদ সংস্থা ডেইলি সাবাহ জানিয়েছে, আইএইচএইচ প্রধান বুলেন্ত ইলদিরিম বলেছেন, ত্রাণ বহরটি ১৫ এপ্রিল গাজার উদ্দেশে যাত্রা করবে।

তিনি আরো জানান, ‘আমরা এ পর্যন্ত ত্রাণ বহরের তিনটি জাহাজ কেনার কাজ শেষ করেছি। যেহেতু এই জাহাজগুলো সরাসরি গাজায় যাত্রা করবে, তাই তাদের পাওয়া খুব কঠিন ছিল।

এ ত্রাণ বহরের সহায়তা ১২টি দেশ সরবরাহ করে থাকবে। তুরস্কভিত্তিক সহযোগিতা সংস্থাটি তাদের নেতৃত্ব দেবে। সেজন্য তারা ওই ১২টি দেশের স্বেচ্ছাসেবক এবং কর্মীদের সরাসরি অবরুদ্ধ গাজা উপত্যকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য, সহায়তাকারী দেশের ইংল্যান্ড, সুইডেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রও রয়েছে। আর ত্রাণ বহরের তিন জাহাজের নাম হলো ‘আনাদোলু’, ‘আকডেনিজ’ এবং ‘ভিকদান’।

সূত্র : ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement