ইরান সময়মতো ইসরাইলের জবাব দেবে
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ এপ্রিল ২০২৪, ০৫:৩৬
ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন বাঘেরি বলেছেন, দামেস্কের তেহরান দূতাবাসে ইসরাইলি হামলা জবাবহীন থাকবে না।
তিনি বলেন, কিভাবে এবং কখন জবাব দেবে, তা ইরান নির্ধারণ করবে। ইরানের আধা সরকারি আইএসএনএ সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, ১ এপ্রিল সিরিয়ার রাজধানীতে ইরানি দূতাবাসে ইসরাইলি বোমা হামলায় ইরানের দুই শীর্ষ সেনা কমান্ডার নিহত হয়েছে। ইরান এই ঘটনার প্রতিশোধ গ্রহণের ঘোষণা দিয়েছে।
বাঘেরি বলেন, ইরান নিখুঁতভাবে প্রতিশোধমূলক অভিযান চালাবে। এতে 'জায়নবাদী সরকার তাদের কাজের জন্য অনুতপ্ত হবে।'
তিনি বলেন, ইরান দূতাবাসে ইসরাইলের হামলাকে 'আত্মঘাতী' মিশন হিসেবে অভিহিত করেন।
‘মানবতার সাথে বিশ্বাসঘাতকতা’
জাতিসঙ্ঘ মানবিক বিষয়ক ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল মার্টিন গ্রিফিথস শনিবার গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধকে ‘মানবতার সাথে বিশ্বাসঘাতকতা’ বলে নিন্দা জানিয়েছেন।
এক বিবৃতিতে বিদায়ী মানবতাবাদী এই কর্মকর্তা ‘মানবতার সাথে এই বিশ্বাসঘাতকতার জন্য একটি সম্মিলিত সংকল্পের’ আহ্বান জানান।
প্রায় সাত মাস ধরে যুদ্ধটি চলছে।
সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল, এএফপি