১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইরানের হুমকি : ‘যেকোনো পরিস্থিতির জন্য’ প্রস্তুত ইসরাইল

- ছবি : টাইমস অব ইসরাইল

ইসরাইল ইসলামী প্রজাতন্ত্রের যেকোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

রোববার (৭ এপ্রিল) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টার মন্তব্যের জবাবে এমন দাবি করেন তিনি।

ইয়োভ গ্যালান্ট বলেন, ইরান যেকোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাদের সব ধরণের প্রতিক্রিয়ার জবাব দিতে প্রস্তুত রয়েছে ইসরাইল।

কিরিয়া সামরিক সদর দফতরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ইসরাইলি বাহিনীর অপারেশনস ডিরেক্টরেটের প্রধান মেজর জেনারেল ওদেদ বাসিউক এবং সামরিক গোয়েন্দা অধিদফতরের প্রধান মেজর জেনারেল আহরন হালিভার সাথে বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন।

এদিকে, ইসরাইলের কোনো দূতাবাস নিরাপদ নয় বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাবি।

তিনি বলেন, ইসরাইলের কোনো দূতাবাস নিরাপদ নয়। প্রতিরোধের ফ্রন্ট প্রস্তুত। এবার হামলার জবাব কেমন হবে, তা দেখার অপেক্ষায় থাকুন।’

তিনি আরো বলেন, ইসরাইলের এই নৃশংস শাসকের মোকাবিলা করা এখন আইনিভাবে বৈধতা লাভ করেছে।

সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইসরাইলি হামলায় ইরান রেভল্যুশনারি গার্ডের সিনিয়র কমান্ডারসহ অন্তত ১৬ জন নিহত হওয়ার পর তিনি এ হুমকি দেন।

সূত্র : টাইমস অফ ইসরাইল


আরো সংবাদ



premium cement