যুদ্ধের নতুন ফ্রন্ট খোলার ইঙ্গিত দিলো হিজবুল্লাহ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ এপ্রিল ২০২৪, ১৭:০২, আপডেট: ০৬ এপ্রিল ২০২৪, ১৭:২১
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরান অবশ্যই দামেস্কে তাদের জেনারেল হত্যার প্রতিশোধ নেবে। শুক্রবার (৬ এপ্রিল) কুদস (জেরুজালেম) দিবস উপলক্ষে একটি টেলিভিশন বক্তৃতায় বলেছিলেন এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ইরান পরিকল্পনা গ্রহণ করছে। সময় নিয়েই তাদের প্রস্তুতি সম্পন্ন করছে। তাদের প্রতিক্রিয়া জানাতে তাড়াহুড়ো করবেন না।’
তিনি আরো বলেন, দামেস্কের কনস্যুলেটকে লক্ষ্য করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূর্খতা এই যুদ্ধের সমাধানের একটি বড় দরজা খুলে দেবে।
হিজবুল্লাহ প্রধান বলেন, ‘সীমান্তে প্রতিরোধ যোদ্ধারা যেকোনো প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত রয়েছে।’
নাসরাল্লাহ বলেছেন, কোনো প্রতিক্রিয়া হলেই আমাদের ডাকতে হবে। গোলানে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সিদ্ধান্ত নেয়া হলে যোদ্ধারা কয়েক মিনিটের মধ্যে অভিযান চালায়।’
তিনি জোর দিয়ে বলেন, লেবানন ফ্রন্ট থামবে না। কারণ এটি গাজা ফ্রন্টের সাথে সম্পূর্ণভাবে যুক্ত। যখন এটি গাজায় থামবে, তখন এটি দক্ষিণ লেবাননে থেমে যাবে।’
সূত্র : আরব নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা