মার্কিন সমর্থন হারানোর ভয়ে ইরেজ ক্রসিংন পুনরায় চালুসহ একাধিক পদক্ষেপ নিচ্ছে ইসরাইল
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ এপ্রিল ২০২৪, ১৬:৩৪
মার্কিন সমর্থন হারানোর ভয়ে ইরেজ ক্রসিংন পুনরায় চালু করেছে ইসরাইল। শনিবার (৬ এপ্রিল) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সমর্থন হারানোর ভয়ে গাজায় আরো মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে প্রস্তুত হয়েছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শর্তসাপেক্ষে সমর্থন দেয়ার হুমকি এলে গাজার মানবিক সঙ্কট দূর করার জন্য তারা ইরেজ ক্রসিং পুনরায় চালুসহ একাধিক পদক্ষেপ গ্রহণে রাজি হয়।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, উত্তর গাজার ইরেজ ক্রসিং সাময়িকভাবে পুনরায় চালু করা হবে। এটি গত বন্ধ করা হয়েছিল।
শুক্রবার এক বিবৃতিতে কার্যালয় বলেছে, এছাড়া কেরেম শালোম হয়ে জর্ডান যেন আরো অধিক সহায়তা দিতে পারে, সেজন্য গাজার উত্তরে আশদোদ বন্দরও ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর তাৎক্ষণিক এই পদক্ষেপগুলোর অনুমোদন করা হয়।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা