১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসরাইলে অস্ত্র সরবরাহ : জার্মান সরকারের বিরুদ্ধে মামলা করেছে আইনজীবীরা

ইসরাইলে অস্ত্র সরবরাহ : জার্মান সরকারের বিরুদ্ধে মামলা করেছে আইনজীবীরা - ছবি : আল-জাজিরা

ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য জার্মান সরকারের বিরুদ্ধে মামলা করেছে আইনজীবীরা।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইনজীবীদের একটি দল অবিলম্বে ইসরাইলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বন্ধের দাবি জানিয়েছে।

আহমেদ আবেদ নামে ফিলিস্তিনি পরিবারের প্রতিনিধিত্বকারী এক আইনজীবী বলেছেন, তারা গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধ এবং সম্ভাব্য গণহত্যার অভিযোগের মধ্যে একটি ‘জরুরি আবেদন’ দায়ের করেছেন।

আহমেদ আবেদ বার্লিনে একটি সংবাদ সম্মেলনে বলেছেন, মানুষের জীবন রক্ষার জন্য জার্মানির একটি সাংবিধানিক দায়িত্ব রয়েছে। জার্মান সরকারকে অবশ্যই ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধ করতে হবে, কারণ তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।’

তিনি আরো বলেছেন, সরকার দাবি করতে পারে না যে তারা এই বিষয়ে সচেতন নয়।

জার্মান সরকার ২০২৩ সালে ইসরাইলে ৩৫৪ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে। যার বেশিরভাগই ৭ অক্টোবর ২৩৩-এর পরে অনুমোদিত হয়েছিল। এই অনুমোদন ২০২২ সালের তুলনায় দশগুণ বৃদ্ধি পেয়েছে।

এদিকে হামাস পরিচালিত গাজার মন্ত্রণালয় শুক্রবার বলেছে, ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে প্রায় ছয় মাস ধরে চলা যুদ্ধে অবরুদ্ধ ভূখণ্ডে ৩৩ হাজার ৯১ জন নিহত হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় নতুন করে ৫৪ জন প্রাণ হারানোয় এই সংখ্যা বেড়ে মোট ৩৩,০৯১ জনে দাঁড়ালো।

বিবৃতিতে আরো বলা হয়, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধে গাজায় ইসরাইলের হামলায় মোট ৭৫ হাজার ৭৫০ জন আহত হয়েছে।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল