১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসরাইলি হামলা ফিলিস্তিনিদের জন্য ‘নিরলস মৃত্যু আর ধ্বংস’ নিয়ে এসেছে : গুতেরেস

ইসরাইলি হামলা ফিলিস্তিনিদের জন্য ‘নিরলস মৃত্যু আর ধ্বংস’ নিয়ে এসেছে : গুতেরেস - সংগৃহীত

গত ছয় মাসে ইসরাইলি সামরিক অভিযান গাজায় ফিলিস্তিনিদের জন্য ‘নিরলস মৃত্যু ও ধ্বংস’ নিয়ে এসেছে বলে জানিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাতিসঙ্ঘ প্রধান বলেছেন, কোনো যুক্তিই ফিলিস্তিনিদের ওপর সম্মিলিত শাস্তিকে সমর্থন করতে পারে না।

তিনি বলেছেন, এ হামালার মধ্য দিয়ে গাজায় ‘জীবন ছিন্নভিন্ন হয়ে গেছে। আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা ক্ষুণ্ণ হয়েছে।’

গাজায় সাহায্য প্রবেশে বাধা দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘যখন সাহায্যের দরজা বন্ধ করা হয়, তখন অনাহারের দরজা খুলে যায়।’

গুতেরেস বলেন, গাজার অর্ধেকেরও বেশি জনসংখ্যা বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি। গাজার শিশুরা আজ খাদ্য ও পানির অভাবে মারা যাচ্ছে।

এদিকে হামাস পরিচালিত গাজার মন্ত্রণালয় শুক্রবার বলেছে, ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে প্রায় ছয় মাস ধরে চলা যুদ্ধে অবরুদ্ধ ভূখণ্ডে ৩৩ হাজার ৯১ জন নিহত হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় নতুন করে ৫৪ জন প্রাণ হারানোয় এই সংখ্যা বেড়ে মোট ৩৩,০৯১ জনে দাঁড়ালো।

বিবৃতিতে আরো বলা হয়, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধে গাজায় ইসরাইলের হামলায় মোট ৭৫ হাজার ৭৫০ জন আহত হয়েছে।
সূত্র : আল-জাজিরা

 


আরো সংবাদ



premium cement
সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক

সকল