গাজায় ৭ ত্রাণকর্মী নিহতের দিনেই ইসরাইলকে অস্ত্রের অনুমোদন যুক্তরাষ্ট্রের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ এপ্রিল ২০২৪, ২৩:৪৬
ইসরাইলি বিমান হামলায় ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাত কর্মী নিহত হওয়ায় দিনেই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে আরো অস্ত্র অনুমোদন করেছে।
বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ১ এপ্রিল ১ হাজার টিরও বেশি এমকে-৮২ ৫০০ পাউন্ড বোমা, ১ হাজার টিরও বেশি ছোট-ব্যাসের বোমা এবং এমকে-৮০ বোমার জন্য ফিউজগুলো হস্তান্তর অনুমোদন করেছে। তিন মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
এদিকে এই একই দিনে গাজায় ইসরাইলি বিমান হামলায় দাতব্য গ্রুপ ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাতজন সাহায্যকর্মী নিহত হয়েছিল।
ইসরাইলি বিমান হামলায় ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাত কর্মী নিহত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ‘ক্ষুব্ধ’ ও ‘আহত’।
এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘এই কর্মীরা যুদ্ধের মাঝখানে ক্ষুধার্ত বেসামরিক লোকজনের মাঝে খাবার সরবরাহ করছিলেন। তারা সাহসী ও নিঃস্বার্থ ছিলেন। তাদের মৃত্যু দুঃখজনক।’
ঘটনায় নিহতদের মধ্যে একজন ফিলিস্তিনি, অস্ট্রেলিয়া, পোল্যান্ড ও ব্রিটেনের নাগরিক এবং যুক্তরাষ্ট্র-কানাডার দ্বৈত নাগরিক ছিলেন বলে জানিয়েছিল ত্রাণ সংস্থাটি।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, মঙ্গলবার তারা কয়েক ঘণ্টার কঠিন অভিযানে সাতটি লাশ উদ্ধার করতে সমর্থ হয়। পরে তাদের হাসপাতালে নেয়া হয়েছে যাতে দক্ষিণ গাজার রাফা ক্রসিং দিয়ে সরিয়ে নেয়া যেতে পারে।
এই হামলাকে ‘ক্ষমার অযোগ্য’ বলে মন্তব্য করেছেন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রধান নির্বাহী এরিন গোর। তিনি আরো বলেন, ‘এই যুদ্ধে কেবল আমাদের ওপরই নয় সমস্ত মানবিক সংস্থাগুলোর ওপর আক্রমণ করা হচ্ছে। এই যুদ্ধে খাদ্যকে যুদ্ধের অস্ত্রের মতন ব্যবহারের ভয়ঙ্কর অমানবিক ঘটনা ঘটছে।’
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা