সেপ্টেম্বরে ইসরাইলের জাতীয় নির্বাচনের আহ্বান
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ এপ্রিল ২০২৪, ২৩:২৫, আপডেট: ০৩ এপ্রিল ২০২৪, ২৩:২৭
সেপ্টেম্বরে ইসরাইলের জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন সাবেক সামরিক প্রধান এবং ইসরাইলের যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ।
বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বেনি গ্যান্টজ একটি টেলিভিশন ব্রিফিংয়ে সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন।
গ্যান্টজ বলেন, ‘আমাদের অবশ্যই সেপ্টেম্বরে নির্বাচনের তারিখে একমত হতে হবে, যদি এক বছরের পর আপনি যুদ্ধ চালিয়ে যেতে চান।
তিনি বলেন, এই ধরনের একটি তারিখ নির্ধারণ করা আমাদেরকে সামরিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুমতি দেবে এবং ইসরাইলের নাগরিকদের সংকেত দেবে যে আমরা শিগগিরই আমাদের উপর তাদের আস্থা পুনর্নবীকরণ করব।
গাজার যুদ্ধের জন্য দেশে এবং বিদেশে তীব্র চাপের সম্মুখীন হওয়া নেতানিয়াহুর স্থলাভিষিক্ত ব্যক্তি হিসেবে গ্যান্টজকে তার সমর্থকরা অভিহিত করেছেন।
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা