গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ মার্চ ২০২৪, ২৩:৩৫
গাজায় অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরাইল, এমন অভিপ্রায় যদি প্রমাণিত হয়, তবে তা হবে যুদ্ধাপরাধ। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এসব বলেন জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
তবে ইসরাইলের অর্থমন্ত্রী, বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির জ্যেষ্ঠ রাজনীতিবিদ নির বারকাত তুর্কের এসব সতর্কতাকে অর্থহীন- সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন কথা বলে উড়িয়ে দিয়েছেন।
ইসরাইলের মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীর মতো তিনিও দাবি করেন, তার দেশ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য স্থান থেকে আসা ত্রাণ গাজায় প্রবেশ করতে দিচ্ছে। ইসরাইল বলছে, হামাস ত্রাণসামগ্রী নেয়ার পরে অবশিষ্টটুকু বিতরণ করতে জাতিসঙ্ঘ ব্যর্থ।
প্রয়োজনীয় ত্রাণবোঝাই ট্রাকের দীর্ঘ সারি গাজায় প্রবেশের জন্য রাফা সীমান্তের ওপারে অপেক্ষায়। ত্রাণবোঝাই ট্রাক জটিল প্রক্রিয়া এবং ইসরাইলের কয়েক দফা তল্লাশির পরই গাজায় প্রবেশ করতে পারে।
জেনেভা থেকে তুর্ক সাক্ষাৎকারে বলেন, যেসব প্রমাণ সামনে আসছে, তাতে স্পষ্ট ইসরাইল গাজায় ইচ্ছে করেই ত্রাণ বিতরণের গতি কমিয়ে দিচ্ছে বা একেবারে বন্ধ করে দিচ্ছে।
তুর্ক ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার নিন্দা জানান। তবে তিনি এও বলেছেন, যুদ্ধে দুই পক্ষকে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনা উচিত। যদি অসহায় গাজাবাসীদের জন্য ত্রাণ সরবরাহে বাধা সৃষ্টি করার কোনো উদ্যোগ নেয়া হয়, সেটিরও জবাবদিহি করতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা