এখনো স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে অনড় হামাস
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ মার্চ ২০২৪, ১৭:৩৭
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সোমবার রাতে বলেছে, তারা মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহার, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন এবং বন্দীদের বিনিময় ইত্যকার দাবিতে তাদের অবস্থান এখনো অপরিবর্তনীয় রয়েছে।
টাইমস অফ ইসরাইল জানিয়েছে, ইসরাইল ক্রমাগত সৈন্য প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি প্রত্যাখ্যান করে আসছে। এছাড়া যুদ্ধ শেষ করার জন্য বন্দী মুক্তির শর্তকেও তারা অস্বীকার করছে। ইসরাইল এই দাবিকে অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছে। তারা জোর দিয়েছে যে হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করার জন্য তার সামরিক অভিযান আবার শুরু হবে।
উল্লেখ্য, হামাসের হাতে এখনো প্রায় ১৩০ জন বন্দী গাজায় রয়ে গেছে বলে মনে করা হয়।
সূত্র : টাইমস অফ ইসরাইল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা