১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরিয়ায় হামলায় ৯ যোদ্ধা নিহত

- ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ইরানপন্থী কমপক্ষে নয় যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে এক নেতা রয়েছে।

মঙ্গলবার মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে।

ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানায়, ‘সেখানে বিমান হামলায় ইরানপন্থী নয় যোদ্ধা নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়। নিহতদের মধ্যে এক নেতা এবং সিরিয়ার এক নাগরিক রয়েছে। তারা যে ভিলায় অবস্থান করছিল তা লক্ষ্য করে হামলা চালানো হয়। ভিলাটি একটি যোগাযোগ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো।’

তবে কারা এ হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

সূত্র : বাসস/এএফপি


আরো সংবাদ



premium cement