প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র সফর বাতিল করল ইসরাইল
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ মার্চ ২০২৪, ২২:১৯
ইসরাইলি প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৫ মার্চ) জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব পাসের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবে ওয়াশিংটনের ভেটো না দেয়া যুক্তরাষ্ট্রের অবস্থানকে স্পষ্ট করে। এর থেকে স্পষ্ট বুঝা যায়, যুক্তরাষ্ট্র তাদের পূর্বের অবস্থান থেকে সরে এসেছে। এটি গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের উদ্যোগ ও ১৩০ বন্দীর মুক্তিকে বাধাগ্রস্ত করবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন অবস্থান পরিবর্তনের কারণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছেন যে ইসরাইলি প্রতিনিধিদল আর যুক্তরাষ্ট্র সফর করবে না।
সূত্র : ফোর্বস ও রয়টার্স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা