২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসরাইলে সম্মিলিত হামলার পরিকল্পনা : হামাস ও হাউসি নেতাদের বৈঠক

- ছবি : এএফপি

ইসরাইলের বিরুদ্ধে সম্মিলিতভাবে অভিযান পরিচালনার বিষয়ে হামাস ও হাউসি সম্প্রদায়ের সিনিয়র নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনি উপদলীয় সূত্র বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, হামাস ও হাউসি সম্প্রদায় হলো প্রতিরোধ অক্ষ। তাদের সঙ্গে রয়েছে ইরানসমর্থিত হিজবুল্লাহ এবং ইরাকি মিলিশিয়া।

সূত্রটি আরো জানিয়েছে, গত ৭ অক্টোবর চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়। এর কয়েক মাস পরেই হামাসের সমর্থনে লোহিত সাগরে ইসরাইলপন্থী জাহাজে হামলা শুরু করেছে হাউছি সম্প্রদায়। এর মধ্য দিয়ে তারা গাজার মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করে।

হামাস এবং ইসলামিক জিহাদের সূত্র অনুসারে, দু’টি ফিলিস্তিনি ইসলামী গোষ্ঠীর নেতারা এবং মার্কসবাদী পপুলার ফ্রন্ট গত সপ্তাহে হাউছি প্রতিনিধি দলের সাথে একটি ‘গুরুত্বপূর্ণ বৈঠক’ করেছে। সেখানে গাজা যুদ্ধের পরবর্তী পর্যায়ে প্রতিরোধের ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

তবে বৈঠকটি কোথায় হয়েছিল তা জানায়নি সূত্র দু’টি।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, ওই বৈঠকে রাফায় ইসরাইলের সম্ভাব্য হামলার বিষয়ে আলোচনা হয়েছিল।

হামাস এবং ইসলামিক জিহাদের সূত্র নিশ্চিত করেছে, ফিলিস্তিনি প্রতিরোধকে সমর্থন করার জন্য হাউছিরা লোহিত সাগরের জাহাজে আক্রমণ চালিয়ে যাবে।

সূত্র : টাইমস অফ ইসরাইল


আরো সংবাদ



premium cement