২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইয়েমেনে আবারো মার্কিন হামলা, অংশ নেয়নি ব্রিটেন

ইয়েমেনে আবারো মার্কিন হামলা, অংশ নেয়নি ব্রিটেন - সংগৃহীত

ইয়েমেনের হাউসি আন্দোলন সমর্থিত সেনা অবস্থানে আজ (শনিবার) ভোররাতে আবার হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শুক্রবার ভোররাতে ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনের প্রায় ৩০টি অবস্থানে বিমান হামলা চালানোর ২৪ ঘণ্টার মাথায় আবার আগ্রাসন চালাল মার্কিন সন্ত্রাসী সেনারা।

দু’জন মার্কিন সেনা কর্মকর্তা পরিচয় গোপন করে বার্তা সংস্থা এপিকে বলেছেন, ইয়েমেনের হাউসি নিয়ন্ত্রিত একটি স্থানে আজকের হামলাটি চালানো হয়েছে। প্রথম রাতের হামলায় ২৮টি স্থানের ৬০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হলেও দ্বিতীয় রাতের হামলায় শুধু একটি রাডার অবস্থানে হামলা চালানো হয়েছে।

একটি মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, আজ ভোররাতের হামলায় মার্কিন বাহিনী এককভাবে চালিয়েছে এবং এতে ব্রিটেন অংশ নেয়নি। ব্রিটেন গতকালই জানিয়ে দিয়েছিল, তারা আপাতত আর ইয়েমেনে হামলা চালানোর কাজে অংশ নেবে না। ব্রিটেনের আগে ফ্রান্স ও স্পেন শুরু থেকেই ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালাতে রাজি হয়নি।

এদিকে মার্কিন সূত্রে খবর প্রকাশিত হওয়ার আগে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছিল, দেশটির রাজধানী সানার একটি বিমান ঘাঁটিতে ‘আমেরিকা ও ব্রিটেন’ আবার হামলা চালিয়েছে। সানার পাশাপাশ বন্দরনগরী হুদায়দার ওপরও বিমান হামলার খবর দিয়েছিল আল-মাসিরা।

এদিকে ইয়েমেনের রাজধানী সানা থেকে আল-জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী সানায় বড় ধরনের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হাউসি যোদ্ধাদের সামাজিক মাধ্যমগুলো জানিয়েছে, ‘আমেরিকা ও ব্রিটেন’ আবার সানায় বিমান হামলা চালিয়েছে।

শুক্রবার ভোররাতের ইঙ্গো-মার্কিন হামলার পর হাইসি যোদ্ধারা হুমকি দিয়ে বলেছিলেন, এ ধরনের হামলা চালিয়ে তাদেরকে গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর কাজে কেউ বাধা দিতে পারবে না।

তারা শুক্রবার প্রত্যয় ব্যক্ত করে বলেছিলেন, লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলের মালিকানাধীন ও ইসরাইলগামি জাহাজগুলোতে হামলা চলতে থাকবে।

হাউসি নেতারা বলছেন, যতদিন গাজা উপত্যকায় ইসরাইলের পাশবিক গণহত্যা অব্যাহত থাকবে ততদিন ইসরাইলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলাও বন্ধ হবে না।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement