উৎপাদন কমাতে একমত সৌদি আরব ও রাশিয়া, বাড়ল তেলের দাম
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৩
সৌদি আরব ও রাশিয়া স্বেচ্ছায় তেলের উৎপাদন আবারো হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষাপটে মঙ্গলবার পণ্যটির দাম প্রায় ২ ভাগ বেড়ে গেছে। দেশ দুটি আগাম ডিসেম্বর পর্যন্ত আরো তিন মাসের জন্য দৈনিক তেলের উৎপাদন ১.৩ মিলিয়ন ব্যারেল হ্রাস করবে।
নতুন করে দাম বাড়ার ফলে মঙ্গলবার ১৩৩৪ জিএমটিতে তেলের দাম ১.৬ ভাগ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯০.৬৬ ডলার। গত নভেম্বরের পর এই প্রথম তেলের দাম ৯০ ডলার ছাড়িয়ে গেল।
এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম প্রায় ২ ভাগ বেড়ে হয়েছে ৮৭.৪ ডলার।
সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ মঙ্গলবার জানায়, রিয়াদ দৈনিক এক মিলিয়ন ব্যারেল করে উৎপাদন হ্রাস করবে। আর উৎপাদন হ্রাসের বিষয়টি তারা প্রতিমাসে পর্যালোচনা করবে।
আর ওপেক+সদস্য রাশিয়াও চলতি বছরের শেষ সময় পর্যন্ত তেলের উৎপাদন স্বেচ্ছায় হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে, তেল বাজারে 'স্থিতিশীলতা ও ভারসাম্য' প্রতিষ্ঠার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক মঙ্গলবার এ তথ্য জানান।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী রাশিয়া এই সময়কালে দিনে তিন লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে।
রাশিয়া বলেছে, তারা দিনে পাঁচ লাখ ব্যারেল পর্যন্ত তেলের উৎপাদন কমাবে। সেপ্টেম্বর নাগাদ তারা হ্রাস করবে তিন লাখ ব্যারেল।
সূত্র : আর নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা