শায়খ কারাজাভির জানাজার সময় পরিবর্তন, দাফনের স্থান নির্ধারণ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৬
বিশ্ববিখ্যাত আলেম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব আল্লামা ইউসুফ আল-কারাজাভির পূর্ব নির্ধারিত জানাজার সময় পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হবে আসরের নামাজের পর।
আরো পড়ুন- বিশ্বখ্যাত আলেম আল্লামা ইউসুফ আল কারজাভির ইন্তেকাল
সোমবার রাতেই শায়খের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে জানাজার সময় পরিবর্তন ও নতুন সময় নির্ধারণের বিষয়টি জানিয়ে দেয়া হয়।
আরো পড়ুন- এক নজরে শায়খ ইউসুফ আল কারজাভি
সূত্র জানায়, কাতারের রাজধানী দোহার মসজিদে ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহহাবে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে যুগের অন্যতম এই ফকীহ আলেমকে দোহার মুসাইমির কবরস্তানে (সাবেক আবু হামুর কবরস্তান) দাফন করা হবে।
আল্লামা ইউসুফ আল-কারাজাভি গতকাল সোমবার দুপুরে দোহায় ৯৬ বছর বয়সে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গোটা মুসলিম বিশ্বে গভীর শোক নেমে এসেছে। বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতা ও ইসলামী স্কলাররা তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
আরো পড়ুন-আল্লামা ইউসুফ কারাজাভির বাংলাদেশ সফর নিয়ে ড. এবিএম হিজবুল্লাহর স্মৃতিচারণ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা