২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ইরানের সাথে চুক্তি অত্যাসন্ন ও নিশ্চিত নয় : যুক্তরাষ্ট্র

- ছবি : সংগৃহীত

ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়াকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠীর সাথে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা চলছিল তা থেকে আরো দূরে সরল যুক্তরাষ্ট্র। রাশিয়ার ইরানের সাথে বাণিজ্য চালাতে নিষেধাজ্ঞা না দেয়ার গ্যারান্টি চাওয়ার অভিযোগে গত মাসে ওই আলোচনা স্থগিত করার পর যুক্তরাষ্ট্রের নতুন সুর এখন। দেশটি বলছে, শিগগিরই কোনো চুক্তি হচ্ছে না। এ নিয়ে তাড়াহুড়ো নেই।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র জেলিনা পোর্টার শুক্রবার সন্ধ্যায় ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ভিয়েনা আলোচনায় ইরানের সাথে চুক্তি যেমন নিশ্চিত নয় তেমনি তা অত্যাসন্নও নয়। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়াকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠীর সাথে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত বছরের এপ্রিল থেকে ইরানের আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র এ আলোচনায় পরোক্ষভাবে অংশ নিচ্ছে।

কিন্তু আলোচনার মধ্যস্থতাকারী ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল গত ১১ মার্চ ভিয়েনা সংলাপ স্থগিত ঘোষণা করেন। এরপর আলোচনায় জড়িত দেশগুলোর মধ্যে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে মতপার্থক্য আরো কমে যাওয়ার খবর প্রকাশিত হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণে ভিয়েনা সংলাপের আর কোনো তারিখ ঘোষণা করা সম্ভব হয়নি।

বিশেষ করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নাম যুক্তরাষ্ট্রের কথিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকা থেকে বাদ দিতে ওয়াশিংটন গড়িমসি করছে। মার্কিন মুখপাত্র পোর্টার আরো বলেন, যুক্তরাষ্ট্রর সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি আইআরজিসি’র নাম ‘সন্ত্রাসী সংস্থাগুলোর’ তালিকা থেকে বাদ দেয়ার বিরোধিতা করে যে বক্তব্য দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন তা সমর্থন করেছেন। পোর্টার জানান, প্রেসিডেন্ট বাইডেনও মনে করেন আইআরজিসি সন্ত্রাসী সংস্থা।

বিশ্লেষকরা বলছেন, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের সমর্থনপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে আইআরজিসি। বিষয়টিকে কোনোমতেই সহজভাবে নিতে পারেনি যুক্তরাষ্ট্র।

সূত্র : আল আরাবিয়া


আরো সংবাদ



premium cement