০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

ইসরাইলকে আমরা শত্রু হিসেবে দেখি না : মোহাম্মদ বিন সালমান

মোহাম্মদ বিন সালমান - ছবি : ডেইলি সাবাহ/রয়টার্স

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইসরাইলকে তিনি শত্রু হিসেবে বিবেচনা করেন না।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ‘দ্য আটলান্টিক’-এ প্রকাশিত এক সাক্ষাতকারে এই কথা বলেন তিনি।

মোহাম্মদ বিন সালমান বলেন, ‘আমরা ইসরাইলকে শত্রু হিসেবে দেখি না। আমরা তাদের সম্ভাব্য মিত্র হিসেবে বিবেচনা করি, যাদের সাথে আমরা একত্রে বিভিন্ন স্বার্থের সন্ধান করতে পারি।’

তিনি বলেন, ‘কিন্তু আমাদের তাতে যাওয়ার আগে কিছু বিষয় সমাধান করে নিতে হবে।’

সৌদি যুবরাজ জানান, ইসরাইলের সাথে সৌদি আরবের স্বাভাবিক সম্পর্কের জন্য আগে ফিলিস্তিন ইস্যুর সমাধান হওয়া প্রয়োজন।

মোহাম্মদ বিন সালমানের নতুন এই বিবৃতি ইসরাইলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আনুষ্ঠানিক অবস্থানের সূক্ষ্ম পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সৌদি আরবের অবস্থান অনুযায়ী, ইসরাইল ফিলিস্তিন ইস্যুর সমাধান করলেই তেলআবিবের সাথে রিয়াদ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে।

তবে এটি যে মৈত্রীর সম্পর্ক হবে, তা কখনোই চিন্তা করা হয়নি।

২০২০ সালে কথিত ‘ইবরাহীমি চুক্তি’ স্বাক্ষরের মাধ্যমে ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে প্রশ্ন করা হলে সৌদি যুবরাজ জানান, প্রতিটি দেশেরই তাদের জন্য উপকারী বিবেচনায় যে কোনো পদক্ষেপ নেয়ার অধিকার আছে।

তিনি বলেন, ‘প্রতিটি দেশের স্বাধীনতা রয়েছে তাদের দৃষ্টিভঙ্গি অনুসারে যা তরা করতে চায়, তা করার এবং তাদের তা করার সম্পূর্ণ অধিকার রয়েছে যা তারা সংযুক্ত আরব আমিরাতের জন্য উপকারী বিবেচনা করবেন।’

সূত্র : মিডল ইস্ট আই


আরো সংবাদ



premium cement