ইরানি কূটনীতিকদের ভ্রমণে ভিসা দেবে সৌদি আরব
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ ডিসেম্বর ২০২১, ১৪:১৪
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছে, সৌদি আরবের সাথে ইরানের কূটনীতিক সম্পর্ক পুনর্গঠনের আলোচনার অগ্রগতি হয়েছে। এছাড়া দেশটিতে ভ্রমণের জন্য ইরানি কূটনীতিকদের ভিসা দেবে রিয়াদ।
বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
তিনি বলেন, মুসলিম দেশগুলোর আন্তর্জাতিক সংস্থা ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জেদ্দায় অবস্থিত সদর দফতরে ইরানের পক্ষে প্রতিনিধিত্বের জন্য প্রাথমিকভাবে তিন কূটনীতিককে সৌদি সরকার ভিসা দেবে।
সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন সময়েই আলোচনার উদ্যোগ নেয়া হয়। চলতি বছরের এপ্রিল থেকে ইরাকের রাজধানী বাগদাদে উভয়পক্ষের বিরোধ মেটানোর জন্য কূটনীতিক চ্যানেলে আলোচনা চলে আসছিলো।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের সাথে শিগগিরই নতুন করে আলোচনা শুরু হবে।
তিনি আশা করেন, এই আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার পথ সুগম হবে।
২০১৬ সালে সৌদি শিয়া আলেম শেখ নিমর আল-নিমরকে সন্ত্রাসের অভিযোগে মৃত্যুদণ্ডের জেরে সৃষ্ট জটিলতায় সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব ও শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের মধ্যে কূটনীতিক সম্পর্ক ছিন্ন হয়। সিরিয়া, ইয়েমেনসহ আঞ্চলিক বিভিন্ন সংকটে বিপরীত প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোকে সহায়তার মাধ্যমে নিজেদের প্রক্সি যুদ্ধ চালিয়ে আসছিলো দেশ দুইটি। এই বছরের শুরুতে নিজেদের মধ্যে কূটনীতিক সম্পর্ক মেরামতের বিষয়ে গোপনে আলোচনা শুরু করে রিয়াদ ও তেহরান।
সূত্র : মিডল ইস্ট আই
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা