২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর নৈশ অভিযান, নিহত ৪ ফিলিস্তিনি

জেরুসালেমের কাছে বাইত আনান গ্রামে নিহতদের রক্তচিহ্নিত স্থান - ছবি : এএফপি

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরাইলের নৈশ সামরিক অভিযানে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে জেরুসালেম ও জেনিনে দুই পৃথক সংঘর্ষে এই চার ব্যক্তি নিহত হন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ হালায়িল কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানান, উত্তরপশ্চিম জেরুসালেমের গ্রাম বিদ্দু গ্রামের বাসিন্দা আহমদ জাহরান, মাহমুদ হুমাইদান ও জাকারিয়া বাদওয়ান ইসরাইলি সৈন্যদের গুলিতে নিহত হন।

অপরদিকে জেনিনের দক্ষিণপশ্চিমে বুরকিন গ্রামে ওসামা সোবহ নামে ২২ বছরের এক তরুণ ইসরাইলি সৈন্যদের গুলিতে নিহত হয়েছে বলে জানান তিনি।

মোহাম্মদ হালায়িল বলেন, বুরকিন গ্রামে পঞ্চম অপর এক ফিলিস্তিনির নিহত হওয়ার খবর পাওয়া গেলেও তা নিশ্চিত করা যায়নি।

মোহাম্মদ হালায়িল জানান, জেরুসালেমের কাছে বিদ্দু গ্রামের তিন নিহতের লাশ ইসরাইলি সৈন্যরা নিয়ে গেছে। অপরদিকে জেনিনের বুরকিন গ্রামের ওসামা সোবহ জেনিনের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ইসরাইলি বাহিনী বুরকিন গ্রামে অভিযানে এলে স্থানীয়দের সাথে সৈন্যদের সংঘর্ষ হয়। এই সময় ইসরাইলি সৈন্যদের গুলিতে ওসামা সোবহ নিহত হন।

অপরদিকে জেরুসালেমের বিদ্দু গ্রামের কাছাকাছি বাইত আনান গ্রামে ইসরাইলি সৈন্যদের অভিযানে স্থানীয়দের সাথে বন্দুক যুদ্ধের পর জাহরান, হুমাইদান ও বাদওয়ান নিহত হন।

অপরদিকে ইসরাইলি সামরিক সূত্রে জানানো হয়েছে, অভিযানের সময় দুই ইসরাইলি সৈন্য আহত হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, 'হামাসের কর্মীদের' গ্রেফতারের জন্য এই সামরিক অভিযান চালানো হয়েছিলো।

এদিকে জেনিনের কুফরদান ও ইয়াবাদ গ্রামে একই ধরনের অভিযান ও গ্রেফতারি চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ইসরাইলের সামরিক অভিযানে চার ফিলিস্তিনির নিহত হওয়ায় শোক জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস।

দলটির মুখপাত্র আবদুল লতিফ আল-কানউ এক বিবৃতিতে জানিয়েছেন, 'জেনিন ও জেরুসালেমে দখলদার বাহিনীর বিরুদ্ধে সংঘর্ষে শহীদদের জন্য আমরা শোকাহত। আমরা জোর দিয়ে জানাচ্ছি, সকল শহীদের এই রক্ত বৃথা যাবে না।'

তিনি বলেন, 'আজকের শহীদদের রক্ত দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের জনগণের বিপ্লবে অব্যাহতভাবে প্রেরণা দিয়ে যাবে এবং আমাদের ভূমি থেকে একে উৎখাত করে ছুঁড়ে ফেলতে প্রেরণা হিসেবে কাজ করবে।'

অপরদিকে স্বাধীনতাকামী সংগঠন ইসলামি জিহাদ জানিয়েছে, নিহত চারজনের একজন তাদের সদস্য ও অপর তিনজন হামাসের সদস্য।

এর আগে গত মাসে ইসরাইলি সামরিক বাহিনীর এমনই এক অভিযানে জেনিনের শরণার্থী শিবিরে চারজন নিহত হয়।

সূত্র : আলজাজিরা ও কুদস নিউজ নেটওয়ার্ক


আরো সংবাদ



premium cement
আন্দোলনে সক্রিয় ছিলেন গাজীপুরে বাসে বিদ্যুতায়িত হয়ে নিহত মাহিন বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি চলতি সপ্তাহে হবে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি! ববিতে ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’ এর যাত্রা শুরু মতামত গ্রহণে ওয়েবসাইট চালু করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন কপ-২৯ সম্মেলনে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও এলডিসি’র ‘ওয়াকআউট’ আলোচনায় 'না' ভোট এবং 'ভোট রিকল' হাসানের জোড়া উইকেটের পরও ৩০০ পার করলো ওয়েস্ট ইন্ডিজ খাসিয়াদের বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে : উপদেষ্টা নাহিদ ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার

সকল