ইরানের ড্রোন নিখুঁত ও বিধ্বংসী : গান্টজ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪০, আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৩
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বলেছেন, ইরানের হাতে থাকা ড্রোন অত্যান্ত নিখুঁত ও বিধ্বংসী। এই ড্রোন হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।
রোববার ইসরাইলের হার্জিলিয়ার রিখম্যান বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে বক্তব্যে এই কথা বলেন তিনি।
বেনি গান্টজ বলেন, 'আমরা উচ্চমাত্রার নিখুঁত ও বিধ্বংসী ড্রোনের কথা বলছি। এই ড্রোন ব্যালিস্টিক মিসাইল বা জেট যুদ্ধবিমানের মতোই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ইরানিরা এই ড্রোন তৈরি করে এবং তাদের প্রতিনিধিদের কাছে তা সরবরাহ করে।'
তিনি দাবি করেন, ইরানের মধ্যাঞ্চলীয় একটি প্রদেশের বিমানঘাঁটিকে ড্রোন পরিচালনা প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে। ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং লেবাননের লোকজন সেখানে প্রশিক্ষণ নিচ্ছে।
তিনি আরো দাবি করেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠনগুলোর কাছে ইরান তার উদ্ভাবিত ড্রোন সরবারাহ করার চেষ্টা করছে।
গত জুলাইয়ে ওমানের কাছে ইসরাইলি এক তেলের ট্যাঙ্কারের ওপর হামলার জেরে ইরানের সাথে দেশটির উত্তেজনার মধ্যেই এই মন্তব্য করলেন গান্টজ। ওই হামলার জন্য ইসরাইল ইরানকে অভিযুক্ত করলেও ইরান তা অস্বীকার করে।
সূত্র : পার্স টুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা