০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

নিখোঁজ সুন্দরী স্ত্রীর সন্ধান দিতে পারলে ৮৫ লাখ টাকা পুরস্কার

-

দুবাইপ্রবাসী এক স্বামী ঘোষণা করেছেন, তার নিখোঁজ হওয়া সুন্দরী স্ত্রীর সন্ধান কেউ দিতে পারলে তাকে এক লাখ ডলার (বাংলাদেশী মুদ্রায় ৮৪ লাখ ৫২ হাজার টাকা) পুরস্কার দেয়া হবে। মালদ্বীপে ওই নারী নিখোঁজ হয়েছেন।
পরমার গুরশারঞ্জিত সিং ও তার স্ত্রী গিয়েদ্রে ভাস্কিতি (৩৩) মালদ্বীপের মামুনাগুয়া আইল্যান্ডের ইন্টারন্যাশনাল রিসোর্টে ছুটি কাটাচ্ছিলেন। সেখান থেকেই ভাস্কিতি ১৩ ফেব্রুয়ারি নিখোঁজ হন।

তার স্বামী খালিজ টাইমসকে বলেন, আমি ৯ দিনের বেশি সময় ধরে তার সন্ধান করছি। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ কোনো জবাব দিতে পারছে না। এখন তারা আমার স্ত্রীর অনুসন্ধানও বন্ধ করে দিয়েছে। আমি জানি না, সে পানিতে ডুবে গেছে না তাকে অপহরণ করা হয়েছে বা কেউ তার কোনো ক্ষতি করেছে কিনা। আমার জবাব দরকার।
তিনি বলেন, তিনি মিধু থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ, কোস্টাল গার্ড ও হোটেল স্টাফ এক সপ্তাহব্যাপী অনুসন্ধান চালিয়ে তা এখন বন্ধ করে দিয়েছে।

মালদ্বীপ পুলিশ বলছে, তারা মনে করছে যে ওই নারী সাগরে ডুবে গেছেন। কিন্তু পরিবারটি তা মানতে নারাজ।

এক পারিবারিক বন্ধু বলেন, তিনি খুবই দক্ষ সাঁতারু ও সুপরিচিত অ্যাথলেট। মালদ্বীপের অগভীর পানিতে তার ডুবে যাওয়া অসম্ভব। আর ডুবে গেলেও তারা লাশ ভেসে ওঠার কথা।
তারা আশা করছেন, এক লাখ ডলার পুরস্কারের কারণে ওই নারীর সন্ধান পাওয়া সম্ভব হবে।

সূত্র : খালিজ টাইমস


আরো সংবাদ



premium cement
সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা নতুন মামলায় আনিসুল-ইনু-রাশেদ-পলকসহ গ্রেফতার ৯

সকল