আমেরিকা ও তুরস্কের বিরুদ্ধে সিরিয়ায় বিক্ষোভ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩২
সিরিয়ার হাসাকা ও কামেশলি শহরে আমেরিকা ও তুরস্কের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে সেদেশ থেকে মার্কিন ও তুর্কি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, দুই শহরের বহু মানুষ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের পক্ষে শ্লোগান দেন এবং বিজাতীয় বাহিনীর অপতৎপরতার নিন্দা জানান। এ সময় তাদের হাতে বিভিন্ন বক্তব্য লেখা প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল।
বিক্ষোভকারীরা বলেছেন, আমেরিকা ও তুরস্কের সেনাবাহিনী সিরিয়া থেকে সরে না গেলে তারা প্রয়োজনে গণবাহিনী গঠন করে প্রতিরোধ যুদ্ধ শুরু করবেন।
তারা বলেন, আমেরিকা সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এবং সিরিয়ার জাতীয় সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক সমাজ এ বিষয়ে পুরোপুরি নীরব রয়েছে।
অবিলম্বে তেলসহ সিরিয়ার জাতীয় সম্পদ চুরি বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান জানান সিরিয়ার এসব নাগরিক।
গত সপ্তাহে আমেরিকার মদদপুষ্ট কুর্দি গেরিলা গোষ্ঠী হাসাকা-কামেশলি সড়ক থেকে কয়েকজন সিরীয় নাগরিককে অপহরণ করেছে এবং দুই শহরের সাথে যোগাযোগের কয়েকটি সড়ক বন্ধ করে দিয়েছে। এই ঘটনার পর সেখানে বিক্ষোভ মিছিল হলো।
বিক্ষোভকারীরা সিরিয়ার জনগণের এ ধরণের অমানবিক পরিস্থিতির জন্য আমেরিকা ও তুরস্কের মতো বিদেশী শক্তির হস্তক্ষেপ এবং তাদের অনুগত বাহিনীদের মানবতাবিরোধী তৎপরতাকে দায়ী বলে মনে করে।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা