২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হামাসের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে ফাতাহকে ঐক্যবদ্ধের চেষ্টায় আমিরাত

মাহমুদ আব্বাস - ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের আসন্ন সাধারণ নির্বাচনে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে বিভক্ত ফাতাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টায় নেমেছে সংযুক্ত আরব আমিরাত। নির্বাচনে হামাসকে পরাজিত করতে মিসর ও জর্দানের সাহায্য নিয়ে আবুধাবী ফাতাহর নেতৃত্বকে পুনর্গঠনের কাজ করছে বলে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায় ব্রিটেনভিত্তিক আরবি সংবাদমাধ্যম আরাবি পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও জর্দান ফাতাহ, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চাপ দিচ্ছে বহিষ্কৃত ফাতাহ নেতা মোহাম্মদ দাহলান ও তার সমর্থকদের দলে ফিরিয়ে নিতে।

মাহমুদ আব্বাস ২০১১ সালে ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যার সংশ্লিষ্টতার অভিযোগে দাহলানকে ফাতাহ ও ফিলিস্তিনি পার্লামেন্টের সদস্য পদ থেকে বহিস্কার করেন। বিচার এড়াতে মোহাম্মদ দাহলান ওই সময় সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন।

আরাবি পোস্টের কাছে সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন আরব রাষ্ট্র ফাতাহ থেকে দাহলানের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে নাজাত আবু বকর, নাইমা আল-শেখ, আদলি সাদিক, তাওফিক আবু-খানসা, মাজিদ আবু-শাম্মালাহ, নাসের জুমা, আবদুল হামিদ আল-মাসরি, সুফিয়ান আবু-জায়দেহ ও রাশিদ আবু শাবককে দলে ফিরিয়ে নিতে ফাতাহ নেতৃত্বকে রাজি করায় চেষ্টা চালাচ্ছে।

এদিকে ফাতাহর সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জিবরিল রাজুবসহ পিএ ও ফাতাহ নেতারা দলটি থেকে বহিষ্কৃত নেতাদের সাথে সাথে সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রী হুসেইন আল-শেখের সাথে বিবাদ মিটানোর জন্য আব্বাসকে চাপ দিচ্ছেন।

আরাবি পোস্টের সাথে এক সাক্ষাতকারে প্যালেস্টেনিয়ান ন্যাশনাল কাউন্সিল ও পিএলওর সেন্ট্রাল কাউন্সিলের সদস্য মামুন আল-তামিমি জানান, মাহমুদ দাহলান ইসরাইলের কারাগারে বন্দী ফাতাহ নেতা মারওয়ান বারগুছির সাথে তাকে নির্বাচনী লড়াইয়ে দাঁড়াতে সহযোগিতার আশ্বাসে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন।

আল-তামিমি বলেন, ইসরাইলের কারাগার থেকে বারগুছিকে মুক্তি দেয়ার জন্যও একইসাথে কথা চলছে। বিনিময়ে মারওয়ান বারগুছিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভেতর মোহাম্মদ দাহলানের জন্য নতুন করে জায়গার ব্যবস্থা করতে হবে।

আরাবি পোস্টের প্রতিবেদন অনুসারে, ফাতাহ সেন্ট্রাল কমিটি ও রেভ্যুলুশনারি কাউন্সিলের প্রস্তাব যে ব্যক্তিই লঙ্ঘন করবে এবং নির্বাচনে দলের মনোনয়নের বিরোধিতা করবে, তার বিরুদ্ধেই শক্তি প্রয়োগের হুশিয়ারি দিয়েছেন ফিলিস্তিন ও ফাতাহ দলের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement

সকল