০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

চাঁদ দেখা যাবে পবিত্র কাবা শরিফের ওপরে

চাঁদ দেখা যাবে পবিত্র কাবা শরিফের ওপরে - ছবি সংগৃহীত

মুসলমানদের সবচেয়ে প্রিয় জায়গা হলো কাবা শরিফ। কারণ এটি বাইতুল্লাহ বা আল্লাহতায়ালার ঘর। এ ঘরের দিকেই মুখ করে সারা বিশ্বের মুসলমানরা নামাজ আদায় করে থাকে। হজ ও উমরাহ আদায়ের সময় হজযাত্রীরা এঘরকেই বারবার তাওয়াফ ( প্রদক্ষিণ) করে হৃদয়কে প্রশান্ত করে।

আগামী ২৮ জানুয়ারি বৃহস্পতিবার এই কাবা শরিফের ঠিক ওপরে দেখা যাবে সুন্দরের প্রতীক চাঁদ। ওই দিন থাকবে চন্দ্র মাসের চৌদ্দতম দিন। রূপার থালার মতো পূর্ণিমার চাঁদ ঝলমল করবে ওই দিন কাবা প্রান্তরে। মন ভরিয়ে দেবে অসংখ্য দর্শকের।

অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স সোসাইটির প্রধান প্রকৌশলী মাজিদ আবু জাহরার উদ্ধৃতি দিয়ে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম উর্দু নিউজ এ খবর নিশ্চিত করেছে।

সাবাক নিউজ জানিয়েছে, ২০২১ সালে সৌদি আরবে এটাই সর্বপ্রথম চাঞ্চল্যকর ঘটনা হিসেবে গণ্য হতে যাচ্ছে। এদিন কাবা প্রান্তরে চাঁদকে উপভোগ করার জন্য সৌদি আরবের সব শ্রেণি পেশার মানুষ অনেক ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

পবিত্র কাবা শরিফের ওপরে এভাবে চাঁদ ওঠাকে অনেকেই সৌভাগ্যের প্রতীক মনে করেন। তবে অনেকে এই ধারণাকে ইসলামি বিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করেন। তাদের মতে,এ ধরনের বিশ্বাস ইসলামি শরিয়াহয় বৈধ নয়।

এর আগে ২০১৮ সালের ২৬ নভেম্বর, এরপরে একই বছর ২৪ ডিসেম্বরে একইভাবে চাঁদকে কাবা শরিফের উপরে দেখা গিয়েছিল। সর্বশেষ দেখা যায় ২০২০-এর মার্চ মাসে। এভাবে প্রতি বছর কাবা ঘরের ওপর একবারই চাঁদ অবস্থান করে। যা মসজিদে হারামের ডান দিকে অবস্থান করে।


সূত্র : উর্দু নিউজ, সাবাক নিউজ, সৌদি গ্যাজেট


আরো সংবাদ



premium cement
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা

সকল