০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

ফিলিস্তিনিরাই আরাফাতকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে : সুহা আরাফাত

ফিলিস্তিনিরাই আরাফাতকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে : সুহা আরাফাত - ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের নেতা ইয়াসির আরাফাতের স্ত্রী সুহা আরাফাত বলেছেন, ইয়াসির আরাফাতকে ইসরাইলিরা নয়, বরং ফিলিস্তিনিরাই বিষ প্রয়োগ করে হত্যা করেছে। ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আখরনথের কাছে এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

সাক্ষাতকারে সুহা আরাফাত ইয়াসির আরাফাতকে ইসরাইলকে দায়মুক্তি দিয়ে বলেন,‘সবাই বিশ্বাস করে ইসরাইলই অপরাধী, কিন্তু আমি এই অভিযোগ করিনি। আমি সবসময়ই বলে আসছি, ইসরাইলের কথা বলা খুবই সহজ কিন্তু আমার মনে হয় না ইসরাইলিরা আরাফাতকে হত্যা করেছে।’

আল-আকসা ইন্তিফাদা নামে পরিচিত ফিলিস্তিনের দ্বিতীয় ইন্তিফাদাকে ভুল পদক্ষেপ হিসেবে বর্ণনা করে সুহা আরাফাত বলেন, দ্বিতীয় ইন্তিফাদায় জড়িয়ে পড়ার মাধ্যমে আরাফাত সন্ত্রাসের পথে এগিয়ে যান। সাক্ষাতকারে সুহা আরাফাত জানান, ইসরাইলি প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের হত্যাকাণ্ডে আরাফাত দুঃখ পেয়েছিলেন।

তিনি বলেন, ‘ইয়াসির আইজ্যাক রবিনের হত্যায় প্রকৃতই শোকার্ত ও গভীরভাবে দুঃখিত ছিলেন। কিন্তু তিনি শ্যারনের বিরুদ্ধে ঘৃণায় পূর্ণ ছিলেন।’

১৯৯৩ সালে আরাফাত ইসরাইলের সাথে শান্তিচুক্তি করেন। চুক্তি অনুসারে ঐতিহাসিক ফিলিস্তিনের ৭৮ ভাগ ভূমি নিয়ে স্বাধীন ফিলিস্তিন গঠনের কথা রয়েছে। ২০০৪ সালের নভেম্বরে ৭৫ বছর বয়সে এক ফরাসি হাসপাতালে ইয়াসির আরাফাত ইন্তেকাল করেন।

তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হয়, বিষ প্রয়োগের কারণে আরাফাতের মৃত্যু হয়েছে।

১৯৯০ সালে ৬১ বছর বয়সী ইয়াসির আরাফাতের সাথে ২৭ বছর বয়সে বিয়ে হওয়ার আগে সুহা আরাফাত তিন বছর তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। রোমান ক্যাথলিক খ্রিস্টান হিসেবে বেড়ে ওঠা সুহা ওই সময় ইসলাম গ্রহণ করেন। ফিলিস্তিনিরা বিভিন্ন সময়ই সুহা আরাফাতের বিরুদ্ধে ফিলিস্তিন বিরোধী ভূমিকার অভিযোগ করে আসছেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি বন্ধে চান্দিনায় চালকদের মানববন্ধন গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে একমত ট্রাম্প ও সিসি বান্দরবানে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ আখাউড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়ল ১৯ টাকা ভারত কেন পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহারে উঠেপড়ে লেগেছে, প্রশ্ন ড. মাসুদের প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা এখনো আগের মতোই চাঁদাবাজি চলছে, বাজারে সিন্ডিকেটও আছে : সারজিস ত্যাগীদের নিয়ে গণমানুষের সংগঠন গড়ে তোলা হবে : আফরোজা খান রিতা জয়পুরহাটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত শ্বেতী রোগ কি ছোঁয়াচে, নিরাময়যোগ্য অসুখ?

সকল