২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদি আরবের

অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদি আরবের - ছবি সংগৃহীত

অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। কয়েকটি দেশে রূপান্তরিত করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত মাসে এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি।

রোববার ভোরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রোববার সকাল ১১টা থেকে আকাশ, স্থল ও সমুদ্র পথে সৌদি আরবে প্রবেশ করা যাবে।

তবে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও যেসব দেশে করোনাভাইরাসের নতুন ধরণ শনাক্ত হয়েছে ওই সব দেশ থেকে সৌদিতে প্রবেশ করতে হলে সৌদি নাগরিক ছাড়া অন্যদেরকে ওই দেশগুলোর বাইরে ১৪ দিন অবস্থান করতে হবে।

আর ওই দেশগুলো থেকে মানবিক ও জরুরি প্রয়োজনে যে সকল সৌদি নাগরিক দেশে প্রবেশ করবেন তারা অবশ্যই নিজেদের ঘরে ১৪ দিন পর্যবেক্ষণে থাকবেন।

করোনাভাইরাসের এই রূপান্তরিত স্ট্রেইন প্রথম শনাক্ত হয় যুক্তরাজ্যে। পরে ফ্রান্স, সুইডেন ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। দক্ষিণ আফ্রিকা, জর্ডান, কানাডা ও জাপানেও এটি শনাক্ত হয়েছে।

সৌদি আরব ইতোমধ্যে করোনাভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে। প্রথমে উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ভ্যাকসিন দিচ্ছে দেশটি।

দেশটিতে মহামারিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতির দিকে আছে। শনিবার ১০১ জন নতুন আক্রান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, যা গত নয় মাসে সর্বনিম্ন। এর মধ্যে নতুন কোনো শনাক্ত নেই দু’টি অঞ্চলে।

২০১৯ সালের ডিসেম্বরে প্রথমে চীনের উহানে করোনাভাইরাস শনাক্তের পর থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ৬২ হাজার ৪৮৮ জন।

তাদের মধ্যে সক্রিয় দুই হাজার ৭৭২ জন এবং গুরুতর অবস্থায় আছে ৪০১ জন। ১ জানুয়ারি পর্যন্ত মোট মৃতের সংখ্যা ছয় হাজার ২৩০ জন।

সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement
শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু চিন্ময়ের মুক্তি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে ভারতকে অনুরোধ ইসকনের শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ বিদেশী শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার পরামর্শ মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর মোংলায় নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ

সকল