ইরাকের ২টি তেলকূপে বোমা হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ ডিসেম্বর ২০২০, ১৯:৫০
ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের খাবাজ তেলক্ষেত্রের দুটি তেলকূপে বোমা হামলা হয়েছে। এতে ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে।
তেলক্ষেত্রের কর্মকর্তারা এবং নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে বুধবার জানিয়েছে, আগুন নেভানোর জন্য দমকল বাহিনী কাজ করছে।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায়িত্ব স্বীকার করেনি।
খাবাজ তেলক্ষেত্র থেকে প্রতিদিন ২৫ হাজার ব্যারেল তেল উত্তোলন করা হয়।
স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে ইরাকের শাফাক বার্তা সংস্থা জানিয়েছে, এই হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠী জড়িত।
২০১৪ সালে উগ্রবাদী গোষ্ঠী আইএস ইরাকে তাদের অভিযান শুরু করে এবং অল্প সময়ের মধ্যে দেশটির বিরাট অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরাকের সামরিক বাহিনী যে অভিযান চালায় তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাশদ আশ-শাবি।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা