২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কাতারের সাথে বিরোধের অবসান চায় সৌদি আরব

- ছবি : সংগৃহীত

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, তিন বছর ধরে কাতারের সাথে চলমান বিরোধ অবসাথের উপায় খুঁজছে রিয়াদ।

তবে তিনি বলেন, বিরোধ অবসানের জন্য নিরাপত্তার বিষয়টি উল্লেখযোগ্য।

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর ও সৌদি আরব ২০১৭ সালে কাতারের সাথে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে এবং গ্যাসসমৃদ্ধ দেশটির ওপর সমুদ্র, স্থল ও আকাশপথে অবরোধ আরোপ করে। যদিও কাতার এসব দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

গত মাসেও প্রিন্স ফয়সাল বলেন, সৌদি আরব সমাধানের পথ অনুসন্ধান করছে।

তিনি বলেছিলেন, আমরা আমাদের কাতারি ভাইদের সাথে সম্পৃক্ত থাকতে ইচ্ছুক এবং আমরা আশা করি তারাও এ সম্পৃক্ততার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমাদের এই অঞ্চলের ন্যায়সঙ্গত নিরাপত্তা উদ্বেগের সমাধান করা দরকার এবং আমি মনে করি অদূর ভবিষ্যতে এ বিষয়ে সমাধান পথ রয়েছে।’

তিনি আরো বলেছিলেন, আমরা যদি নিরাপত্তা উদ্বেগের বিষয়ে ন্যায়সঙ্গত সমাধানের পথ খুঁজে পেতে পারি; যা আমাদের নেয়া সিদ্ধান্ত গ্রহণে আমাদের উদ্বুদ্ধ করবে; তবে সেটি এই অঞ্চলের জন্য সুখবর হবে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি গত সপ্তাহে বলেছেন যে উপসাগরীয় সঙ্কটে কেউ বিজয় লাভ করেনি। তিনি বলেছেন, তার দেশ আশাবাদী যে এটি যে কোনো মুহুর্তেই শেষ হবে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement

সকল