১০০ কিলোমিটার দূরত্ব থেকে লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানি ড্রোন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ নভেম্বর ২০২০, ০৯:৩২
ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কামিকাজে ড্রোন শত্রুর কল্পিত লক্ষ্যবস্তু সফলতার সঙ্গে ধ্বংস করতে সক্ষম হয়েছে। গতকাল মঙ্গলবার গার্ডিয়ান্স অব বেলায়াত-৯৯ বিমান মহড়ার শেষ দিনে কামিকাজে ড্রোন ব্যবহার করে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। গত শনিবার ইরানের মধ্যাঞ্চলীয় ইস্ফাহান প্রদেশে এ মহড়া শুরু হয়।
শত্রুর কল্পিত লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য বিস্ফোরক বোঝাই ওয়ারহেড ব্যবহার করা হয়। শত্রুর অবস্থানের ১০০ কিলোমিটার দূরত্ব থেকে এসব লক্ষ্যবস্তু সফলতার সঙ্গে উড়িয়ে দেয়া সম্ভব হয়েছে।
এদিকে, অত্যন্ত নিচু দিয়ে উড়ে গিয়ে ফ্যান্টম বিমান শত্রুর অবস্থানে কার্পেট বোমা বর্ষণ করে। এছাড়া, ইরানে তৈরি কারার স্টাইকার বোমারু ড্রোন প্রথমবারের মতো সামরিক মহড়ায় অংশ নিয়ে কল্পিত শত্রুর ওপর বোমা বর্ষণ করে। ড্রোনটি ২২৬ কেজি ওজনের বোমা বহন করে।
এর বাইরে শত্রুর ক্ষেপণাস্ত্র-বিরোধী অভিযানে ড্রোন ব্যবহার করা হয় যা মূলত ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারে অংশ নেয়।
সূত্র : পার্সটুডে