ইরানে আর্মেনিয়ার রকেট হামলা, দাবি আজারবাইজানের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ অক্টোবর ২০২০, ১৫:৫৯
আর্মেনিয়ার সেনাবাহিনী উত্তেজনা বাড়াতে ইরানে রকেট হামলা চালাচ্ছে বলে দাবি করেছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, ইরানি ভাইদের জন্য আমাদের চিন্তা হচ্ছে, তাদের উপর আমাদের শত্রুদের চোরাগোপ্তা হামলায় আমরা ক্ষুব্ধ।
মন্ত্রণালয় জানায়, আর্মেনিয়ার এধরনের আগ্রাসী নীতির নিন্দা জানিয়ে ইরান বলেছে তারা আজারবাইজানের আঞ্চলিক অখণ্ডতা পক্ষে রয়েছে।
আজেরি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমাদের প্রতি ইরানি ভাইদের সমর্থন এবং ইরান সরকারের আনুষ্ঠানিকভাবে সমর্থনের ঘোষণা দেয়া আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে এতে উভয় দেশের বহু সামরিক ও বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।
আজারবাইজানের প্রসিকিউটর জেনারেল অফিস শুক্রবার বলেছে, নতুন করে আর্মেনিয়ান হামলায় কমপক্ষে ৪৭ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে ও ২২২ জন আহত হয়েছেন।
সূত্র : ইয়েনি শাফাক
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা