২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স শেখ মেশাল

- সংগৃহীত

কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-শাবাহ নতুন ক্রাউন প্রিন্স হিসেবে বর্তমানে ন্যাশনাল গার্ডের ডেপুটি প্রধান শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-শাবাহ’র নাম ঘোষণা করেছেন। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার উপসাগরীয় দেশটির নতুন এই শাসক তার উত্তরাধিকারীর নাম ঘোষণা করেন। অবশ্য তার এ মনোনয়নে দেশটির সংসদের ‘অনুমোদন’ লাগবে বলেও প্রতিবেদনে জানানো হয়।

এদিকে বুধবার কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-শাবাহ’র কার্যালয় থেকে দেয়া এক বিবৃতির কথা উল্লেখ করে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কুনার এক অনলাইন প্রতিবেদনে নতুন ক্রাউন প্রিন্স মনোনয়নের খবর জানায়।

ক্রাউন প্রিন্স হিসেবে শেখ মেশালের প্রতি নিজেদের সমর্থন আছে জানিয়ে কুয়েতের শাসক আল-শাবাহ পরিবারের দু’জন সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে নিজেদের অবস্থান ঘোষণা করে বার্তা দেন।

উল্লেখ্য, কুয়েতের সর্বশেষ আমির ও ভাই শেখ শাবাহ আল-আহমাদের মৃত্যুর পর গত সপ্তাহে দেশটির নতুন আমির হিসেবে ক্ষমতায় আরোহণ করেন শেখ নওয়াফ। তার বয়স এখন ৮০ বছর।

১৯৪০ সালে জন্ম নেয়া শেখ মেশাল সদ্য প্রয়াত আমিরের ছোট ভাই। ২০০৪ সাল থেকে তিনি দেশটির ন্যাশনাল গার্ডে ডেপুটি প্রধান হিসেবে দায়িত্বপালন করছেন। এ ছাড়াও নিরাপত্তা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান ছিলেন তিনি। আল জাজিরা


আরো সংবাদ



premium cement